ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ মাসে সর্বনিম্ন

ভারতীয় রিজার্ভ ব্যাংকের (আরবিআই) সবশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ জুলাই শেষ হওয়া সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭.৫ বিলিয়ন ডলার কমে ৫৭২.৭ বিলিয়ন ডলার অর্থাৎ ৫৭ হাজার ২০০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। যা গত ২০ মাসের মধ্যে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বনিম্ম। শনিবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এর আগে ২০২০ সালের নভেম্বরে দেশটির রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল ৫৭২ বিলিয়ন মার্কিন ডলার। আর ২০২১-এর অক্টোবরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছিল ৬৪ হাজার ২০০ কোটি ডলার। বৈদেশিক মুদ্রা ডলারের দাম স্থিতিশীল রাখতে রিজার্ভ ব্যাংক ৫ হাজার কোটি ডলার বাজারে ছেড়েছে। তার ফলে রিজার্ভ কমেছে।

আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস বলেন, কেন্দ্রীয় ব্যাংক রুপি বাজার স্থিতিশীল রাখার জন্য ‘জিরোটলারেন্স’ নীতিতে রয়েছে। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ পর্যাপ্ত রয়েছে বলে মন্তব্য করেন তিনি।