ভারতে তৈরি হবে আইফোন ১৪

ভারতে আইফোনের সবশেষ সংস্করণ ১৪ উৎপাদনের পরিকল্পনার কথা জানিয়েছে মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপেল। আর ২০২২ সালের শেষ দিকে আইফোন ১৪ সিরিজের উৎপাদনের প্রায় ৫ শতাংশ ভারতে স্থানান্তর করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

অ্যাপেল চলতি মাসের ৭ সেপ্টেম্বর আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস উন্মোচনের ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে অ্যাপেল জানিয়েছে, আইফোন ১৪ নতুন প্রযুক্তি এবং নিরাপত্তার সক্ষমতার পরিচয় দেয়। আমরা ভারতে এটি তৈরি করতে পেরে খুবই আনন্দিত।

জে.পি মরগানের বিশ্লেষকরা ধারণা করছেন, চলতি বছরের শেষের দিকে আইফোন ১৪ সিরিজের উৎপাদনের প্রায় ৫ শতাংশ ভারতে স্থানান্তর করা হবে। উল্লেখ্য, চীনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজার হল ভারত।

উল্লেখ্য, এবারের ফোনের নতুন সংস্করে ইমার্জেন্সি স্যাটেলাইট কানেক্টিভিটি এবং কার ক্র্যাশ ডিটেকশন টেকনোলজি রয়েছে। নতুন আইফোনের চারটি ভার্সন রয়েছে। আইফোন-১৪ চারটি ভিন্ন রঙয়ে কিনতে পারবেন ব্যবহারকারীরা।

সূত্র: রয়টার্স