ভারতের খালিস্তানপন্থি শীর্ষ নেতা কানাডায় খুন

কানাডায় থাকা ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘খালিস্তান টাইগার ফোর্সের’ (কেটিএফ) প্রধান হারদীপ সিং নিজ্জার গুলিতে নিহত হয়েছেন। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের পাঞ্জাবি অধ্যুষিত সারে শহরে শিখদের ধর্মীয় উপাসনালয় ‘গুরুনানক সাহিব গুরুদুয়ারার’ পার্কিংয়ে মৃত অবস্থায় পাওয়া যায় এই মোস্ট ওয়ান্টেডকে।

স্থানীয় সময় সোমবার কানাডা কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন হারদীপ সিংকে খুঁজছিল নিরাপত্তা বাহিনী। তার মাথার দাম ১০ লাখ রুপি ঘোষণা করেছিল ভারত সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় স্থানীয় সময় সোমবার (১৮ জুন) সকাল সাড়ে ৮টায় দুই আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছেন হারদীপ।

তার বিরুদ্ধে ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ রয়েছে। গত বছরের জুলাইয়ে মোদি সরকার তাকে মোস্ট ওয়ান্টেড ঘোষণা করে। তাকে কেউ ধরিয়ে দিতে পারলে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়।

এই ভারতীয় খালিস্তানি নেতার বাড়ি পাঞ্জাব প্রদেশের জালান্দার জেলার ভার সিঙ্গাপুরা গ্রামে। ভারতের পাঞ্জাবের অন্যতম নৃতাত্ত্বিক জনগোষ্ঠী শিখ সম্প্রদায়। যারা ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র ‘খালিস্তানের’ দাবিতে আন্দোলন করে আসছে, যা ‘খালিস্তানি’ আন্দোলন নামে পরিচিত। কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার এই দলটিকে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে আসছে।

সূত্র: এনডিটিভি