কাজের কথা বলে বাংলাদেশ থেকে ভারতে পাচার, দালালসহ আটক ৮

কাজ দেওয়ার কথা বলে অবৈধভাবে বাংলাদেশ থেকে ৫ নারীকে নিয়ে আসা হয় ভারতের পশ্চিমবঙ্গে। এরপর অন্য জায়গায় পাচারচেষ্টা। তার আগেই পাঁচ বাংলাদেশি নারী ও তিন ভারতীয় দালালকে আটক করে শিলিগুড়ি পুলিশ। পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) ও এনজেপি থানার পুলিশ রবিবার (২৩ জুলাই) গভীর রাতে এনজেপি স্টেশন এলাকা থেকে এই ৮ জনকে আটক করে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া নারীরা বাংলাদেশের ঢাকার বাসিন্দা। বাংলাদেশি দালাল হয়ে অবৈধভাবে ভারতে ঢুকেন। উত্তর দিনাজপুর হয়ে রবিবার রাতে তারা শিলিগুড়িতে পৌঁছান। শিলিগুড়ির তিন ভারতীয় দালাল হলেন– ঝন্টু রায়, ফনি রায় ও সঞ্জয় রায়। পাচারের আগে খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়।

উদ্ধার হওয়া নারীরা জানিয়েছেন, ভারতে কাজের সুযোগ রয়েছে এমন আশ্বাস দেন বাংলাদেশের এক ব্যক্তি। এরপর অবৈধভাবে ভারতে নিয়ে আসা হয়। হাত বদল হয়ে ভারতীয় দালালের মাধ্যমে শিলিগুড়িতে পৌঁছান।

এ ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। আটককৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে। বিভিন্ন সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে শিলিগুড়ির বিভিন্ন এলাকা থেকে অনেকে বাংলাদেশি আটক হন। পুলিশ সূত্রে খবর, দুই দেশের বেশকিছু দালাল এই চক্রে জড়িত।