রাস্তায় প্রচণ্ড জ্যাম, তাই অটো নিয়ে ফুটওভার ব্রিজে চালক (ভিডিও)

মানুষের চলাচলের জন্য ফুটওভার ব্রিজ। কিন্তু সেই পথে যদি তিন চাকার অটো চলতে দেখেন, কেমন হবে? ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লির হামদর্দ নগর রেড লাইট সঙ্গম বিহারের ট্রাফিক সিগ্যানালে।

তিন চাকার একটি অটোরিকশা ওভারব্রিজের সিঁড়িতে উঠে পড়েছে। চালকের এমন কাণ্ড দেখে চোখ কপালে আশপাশের লোকজনের। সড়কের নিচে প্রচণ্ড জ্যাম থাকায় ফুট ওভারব্রিজে গাড়ি তুলে দেন তিনি।

জানা গেছে, ওভারব্রিজের নিচে অটোরিকশা নিয়ে জ্যামে আটকে পড়েন চালক মুন্না (২৫)। বিরক্ত হয়ে একপর্যায়ে অটো নিয়ে ব্রিজে ওঠে যান। ধারণকৃত এমন একটি ভিডিও ঘুরছে সামাজিক মাধ্যমে।

ব্রিজে থাকা পথচারীরা অবাক হয়ে অটোটিকে সাইড দিয়ে দাঁড়িয়ে দেখেছে। ঘটনাটি ভাইরাল হলে নজরে আসে পুলিশের। ইতোমধ্যে আটক হয়েছে সে। তার বাড়ি সাঙ্গাম বিহারে। সূত্র: এনডিটিভি

ভিডিও: