কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি

পশ্চিমবঙ্গের কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে মহম্মদ জলিল নামের এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ এপ্রিল) সকালে তাকে গ্রেফতার করা হয়েছে।

আরপিএফ ও কাস্টমস জানিয়েছে, জলিলের কাছ থেকে ভারতীয় মুদ্রায় ৮ লাখ ৯২ হাজার রুপি এবং ১০ হাজার ৭০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে।

আরপিএফ ইন্সপেক্টর রমেশচন্দ্র জোশী বলেন, কলকাতা স্টেশনে মৈত্রী এক্সপ্রেসে উঠেছিলেন বাংলাদেশের শরিয়তপুরের রায়গঞ্জের জলিল। চেকের সময় তার কাছে মিক্সার-গ্রাইন্ডার পাওয়া গেছে।

তারপর কাস্টমসের দায়িত্বপ্রাপ্ত অফিসার স্বাতী বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গ্রাইন্ডার মেশিনটি খোলা হলে সেখানেই পাওয়া যায় বিপুল পরিমাণ অর্থ।