ওমিক্রন: বাতিল হতে পারে জাপানের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই মাসে যুক্তরাষ্ট্র সফর বাতিল করতে পারেন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পরিকল্পিত বৈঠকটি বাতিল হতে পারে।

গত মাসে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে পার্শ্ববৈঠকে মিলিত হয়েছিলেন কিশিদা ও বাইডেন। ওই সময় এই বছরের শেষ দিকে আনুষ্ঠানিক বৈঠকে বসতে সম্মত হন দুই নেতা। চীনের মতো দ্বিপক্ষীয় উদ্বেগ নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা।

এনএইচকে জানায়, কিন্তু করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতির কারণে সফর সূচি পরিবর্তনের কথা ভাবছেন কিশিদা।

কোনও সূত্র উল্লেখ না করে এনএইচকে জানিয়েছে, এই বছরের বদলে তিনি নতুন বছরে যুক্তরাষ্ট্র সফর করতে পারেন। সূত্র: রয়টার্স