জয়লাভ, কারাবরণ কিংবা মৃত্যু ছাড়া পথ নেই: বলসোনারো

২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ, কারাবরণ কিংবা মৃত্যু ছাড়া বিকল্প কোনও পথ খোলা নেই বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। শনিবার দেশটির ধর্মীয় নেতাদের সঙ্গে নির্বাচন নিয়ে বৈঠকের সময় এমন কথা বলেন।

ব্রাজিলের কট্টরপন্থি প্রেসিডেন্ট বলসোনারো। দেশটিতে তার জনপ্রিয়তা একেবারে তলানিতে নেমেছে। বিশেষ করে আমাজন বনে আগুন লাগা নিয়ে তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। এছাড়া করোনা ভ্যাকসিন জালিয়াতিসহ নানা অভিযোগ আছে তার বিরুদ্ধে।

আগামী বছরের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতির ব্যবহার নিয়ে আপত্তি প্রেসিডেন্ট বলসোনারোর। নির্বাচনের ফল প্রত্যাখ্যানের আগাম হুমকিও দিয়ে রেখেছেন তিনি। তার মতে, ইলেকট্রনিক ব্যালট ভোট কারচুপির কারণ হতে পারে। 

গত বুধবার ব্রাজিলের নির্বাচনী আদালত জানান, ইলেকট্রনিক ভোটিং পদ্ধতিতেই আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। আদালতের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন বলসোনারো।