ইয়েমেনে ছড়িয়ে পড়ছে কলেরা, নিহত শতাধিক

9cb30a1b-9307-4d11-98c2-8826b18abcdd_16x9_788x442যুদ্ধ কবলিত ইয়েমেনে কলেরার ভয়াবহ সংক্রমণ ছড়িয়ে পড়ছে। কলেরায় আক্রান্ত হয়ে অন্তত ১১৫ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও সাড়ে আট হাজার মানুষ। রবিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-অ্যারাবিয়ার খবরে এই তথ্য জানা গেছে।

রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি)-র পরিচালক ডোমিনিক স্টিলহার্ট ইয়েমেনের রাজধানী সানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কলেরা সংক্রমণের ভয়াবহতা তুলে ধরেন। তিনি বলেন, আমরা কলেরার ভয়াবহ সংক্রমণ মোকাবিলা করছি।

কলেরায় নিহতদের পরিসংখ্যান তুলে ধরে ডোমিনিক জানান, ২৭ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত অন্তত ১১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সাড়ে আট হাজার মানুষ পানিবাহিত কলেরায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এক বছরের ব্যবধানে ইয়েমেনে এটা দ্বিতীয় কলেরা সংক্রমণ।

কলেরা চিকিৎসা ব্যবস্থার অপর্যাপ্ততা তুলে ধরে ডোমিনিক বলেন, হাসপাতালে একটি বেডে চারজন কলেরা রোগীকে থাকতে হচ্ছে। বাগান, বারান্দা, এমনকি অনেক রোগী প্রাইভেট কারে অবস্থান চিকিৎসা নিচ্ছেন।

ডোমিনিক জানান, লোহিত সাগরের বন্দর অবরুদ্ধ থাকায় যে কোনও সময়ের তুলনায় খাবার সরবরাহ কম আছে।

জাতিসংঘ সতর্ক করে আগেই জানিয়েছে, ইয়েমেনের ১৭ মিলিয়ন মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছেন। সূত্র: আল-অ্যারাবিয়া।

/এএ/