সিরীয় মরুভূমিতে আটকা পড়েছে আইএসের গাড়ির বহর

সিরিয়ার একটি শহর থেকে ইরাকের উদ্দেশে রওনা দেওয়া ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের একটি গাড়ির বহর মরুভূমিতে আটকা পড়েছে। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় বহরটি আটকা পড়ে। মার্কিন জোটের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইরাক সীমান্ত দিয়ে আইএস জঙ্গিদের প্রবেশ করতে দেবে না।

_97643899_mediaitem97643898

কিছুদিন আগে লেবানন সীমান্তে সিরীয় একটি ছিটমহলে আইএসের কয়েকশ যোদ্ধা আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের পর এই আইএস যোদ্ধাদের সিরিয়া ছেড়ে যাওয়ার সুযোগ দেওয়া হলে তারা বহর নিয়ে রওনা দেয় ইরাক সীমান্তের দিকে।

বুধবার গাড়ির বহরটি মরুভূমিতে পৌঁছালে মার্কিন নেতৃত্বাধীন বোমা বর্ষণ করে। এতে আটকা পড়ে বহরটি। ইরাক ও মার্কিন জোটের দাবি, সিরিয়া ও লেবাননের সঙ্গে আইএসের যে চুক্তি হয়েছে তাতে ইরাক জড়িত ছিল না। এর ফলে বহরটি সিরিয়া সরকারের নিয়ন্ত্রণাধীন হুমায়মা ও আল-সুখনাহ শহরের মাঝামাঝি মরুভূমিতে আটকে আছে।

মার্কিন নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইরাকি সীমান্তের দিকে পূর্বদিকে  আইএস যোদ্ধাদের এগুতে দেবে না জোট। সন্ত্রাসীদের এক স্থান থেকে আরেক স্থানে চুক্তির মাধ্যমে সরিয়ে দেওয়া কোনও সমাধান নয়।

বহরে থাকা প্রায় ৩০০ আইএস সদস্যকে অভিজ্ঞ যোদ্ধা হিসেবে আখ্যায়িত করা হয়েছে মার্কিন জোটের পক্ষ থেকে। তবে বিবৃতিতে বলা হয়েছে, নারী ও শিশু থাকায় সরাসরি গাড়ির বহরে বোমা হামলা করা হয়নি। সূত্র: বিবিসি।