সৌদি আরবে আল জাজিরার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট নিষিদ্ধ

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার স্ন্যাপচ্যাপ অ্যাপসটি সৌদি আরবে নিষিদ্ধ করা হয়েছে। স্ন্যাপচ্যাট কোম্পানি জানিয়েছে, অ্যাকাউন্টটি সৌদি আরবের আইন লঙ্ঘন করছে অভিযোগের ভিত্তিতে সৌদি কর্তৃপক্ষ অ্যাপসটি বন্ধের নির্দেশ দেয়। এরপর স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ তা বন্ধ করে দেয়।

2016_4_20-snapchat33257887862_4eb3b03732_o

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, সৌদি আরব স্মার্টফোনের ব্যবহার বেশি হওয়ার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ জনপ্রিয়। কিন্তু দেশটির আইন এই ক্ষেত্রে অনেক কঠোর।

বিভিন্ন মানবাধিকার সংগঠন ও স্বাধীন সংবাদমাধ্যমের পক্ষে প্রচারণাকারী আইনজীবীরা জানান, সৌদি আরবের সংবাদমাধ্যম অনেক বেশি  নিয়ন্ত্রিত।

আল জাজিরা বিশ্বের প্রভাবশালী প্রধান ধারার সংবাদমাধ্যমগুলোর একটি। কাতার ও প্রতিবেশী দেশগুলোর দীর্ঘদিনের বিবাদের উৎস এটি। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভিযোগ, আল জাজিরা পক্ষপাতপূর্ণ সংবাদ উপস্থাপন করে এবং আঞ্চলিকভাবে সমস্যা তৈরি করে। এছাড়া এ সংবাদমাধ্যমটি আরব দেশগুলোর অভ্যন্তরীণ ইস্যু নিয়েও নাক গলায় বলে অভিযোগ করে থাকে তারা। অবশ্য, বরাবরই সেই অভিযোগ অস্বীকার করে আসছে আল জাজিরা। এবার কাতারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অংশ হিসেবে সেই সংবাদমাধ্যমটি বন্ধ করে দেওয়ার শর্ত দিয়েছে সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। 

সৌদি আরবের মতোই ইসরায়েলেরও অপছন্দের তালিকায় রয়েছে আলজাজিরা। এরই মধ্যে জেরুজালেমে আল জাজিরার কার্যালয় ও সম্প্রচার বন্ধ করেছে ইসরায়েল কর্তৃপক্ষ।