আল জাজিরার ব্যুরো কার্যালয় বন্ধ করে দিয়েছে ইয়েমেনের সেনারা

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর তায়িজের ব্যুরো কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার ইয়েমেনের সেনা কর্মকর্তারা এই কার্যালয় বন্ধ করার নির্দেশ দেয়। আল জাজিরার পক্ষ থেকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানানো হয়েছে।

al jazeera AFP

শহরটিতে আল জাজিরার সাংবাদিকদের লক্ষ্যবস্তু হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। গত বছরের জানুয়ারিতে আল জাজিরার তিন কর্মীকে অপহরণ করা হয়েছিল। হুথি বিদ্রোহীরা গত মাসে ইয়েমেনের আল ইয়োম টিভি চ্যানেলে হামলা চালিয়ে কয়েক ডজন সংবাদকর্মীকে জিম্মি করে।

বিবৃতিতে আল জাজিরা জানায়, ইয়েমেনের সামরিক বাহিনীর তায়িজের ঊর্দ্ধতন নিরাপত্তা কমান্ড দক্ষিণাঞ্চলীয় শহরটির আল জাজিরা অফিসে অভিযান চালিয়ে তা বন্ধ করতে নির্দেশ দেয়। কেন এই নির্দেশ দেওয়া হয়েছে তা স্পষ্ট করা হয়নি। তবে সংবাদমাধ্যমটির বিরুদ্ধে দেশটির সৌদি সমর্থিত ও নির্বাসিত প্রেসিডেন্ট আব্দ মানসুর হাদির সরকার নিয়ে নেতিবাচক প্রচারণার অভিযোগ রয়েছে সেনাবাহিনীর।

ওই বিবৃতিতে বলা হয়েছে, তায়িজের শহর কর্তৃপক্ষের কাছে এই সিদ্ধান্ত পুর্নবিবেচনার আহ্বান জানানো হয়েছে। আল জাজিরার সাংবাদিকদের কোন বাধা ছাড়া সেখানে পেশাগত দায়িত্ব পালন করতে দেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ইয়েমেনে চলমান যুদ্ধে তায়িজ গুরত্বপূর্ণ শহর হয়ে উঠেছে। রাজধানী সানা ও দক্ষিণাঞ্চলীয়ং এলাকার মধ্যে শহরটি কৌশলগত সংযোগ শহর হয়ে উঠেছে। সূত্র: মিডল ইস্ট আই।