মিসরে প্রেসিডেন্ট প্রার্থিতা প্রত্যাশী আনান সামরিক কারাগারে আটক

মিসরের সাবেক চিফ অব স্টাফ ও প্রেসিডেন্ট নির্বাচন প্রার্থিতা প্রত্যাশী জেনারেল সামি আনানকে দেশটির সামরিক কারাগারে আটক রাখা হয়েছে। আনানের আইনজীবীর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এখবর জানিয়েছে।

জেনারেল সামি আনান

শনিবার আনানের আইনজীবী নাসের আমিন জানান, তিনি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছেন। গত সপ্তাহে আনানকে গ্রেফতার করা হয়।

আনানের নির্বাচনি প্রচারণা টিমের নির্বাহী পরিচালক আহমেদ আবেদ রাব্বু জানান, সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীকে গ্রেফতার ও আটকের ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সত্যিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাধা সৃষ্টি করছেন।

প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতার ঘোষণার তিনদিন পর ২৩ জানুয়ারি জেনারেল আনানকে গ্রেফতার করে সেনাবাহিনী। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, সরকারি তদন্তের আইন লঙ্ঘণ করছেন তিনি।

সুপ্রিম কমিটি অব দ্য আর্মড ফোর্সেস জানায়, ৬৯ বছর বয়সী জেনারেল আনান প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য সেনাবাহিনীর অনুমতি নেননি এবং মিসরের সেনা ও নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন।

শনিবার আনানের প্রচারণা টিমের এক সদস্য হিশাম জেনেনা রাজধানী কায়রোতে নিজ বাড়িতে হামলার শিকার হন।

আগামী ২৬-২৮ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থিতা প্রত্যাশীরা ২৯ জানুয়ারি পর্যন্ত প্রয়োজনীয় স্বাক্ষরসহ মনোনয়ন জমা দিতে পারবেন।