তেল খাতে বিদেশি শ্রমিক নিয়োগ করবে না কুয়েত

রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কর্পোরেশন (কেপিসি) এবং এর সহযোগী প্রতিষ্ঠানে বিদেশি শ্রমিকদের নিয়োগ করা হবে না বলে ঘোষণা দিয়েছে কুয়েত। বুধবার দেশটির তেলমন্ত্রী এবং ভারপ্রাপ্ত বিদ্যুৎ ও পানিমন্ত্রী ড. খালেদ আল ফাদিল এই জানিয়েছেন, ২০২০-২১ অর্থ বছরে কো্নও বিদেশি শ্রমিক নিয়োগ দেওয়া হবে না। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

Kuwait_National_Petroleum_Company_KNPC_headquarter

করোনাভাইরাস মহামারি পরিস্থিতি পর্যালোচনার এক সংসদীয় বৈঠকে ড. খালেদ জানিয়েছেন, বিদেশি শ্রমিকদের বিশেষ চুক্তির সংখ্যাও কমিয়ে আনা হবে। তিনি বলেন, বৈশ্বিক মহামারিতে আন্তর্জাতিক বাজারে প্রভাব পড়েছে এবং তেলের দরপতন হয়েছে। তবে তেলের বাজার ঘুরে দাঁড়িয়েছে এবং দাম বাড়ছে।

জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে বেসরকারি খাতের অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তেলমন্ত্রী।

গত সপ্তাহে কুয়েতের মন্ত্রিসভা সরকারের ২০২০-২১ সালের বাজেটের অন্তত ২০ শতাংশ কর্তন করতে একমত হয়েছে।