ইরাকের মার্কিন বিমান ঘাঁটিতে দফায় দফায় রকেট হামলা

ইরাকের মার্কিন বিমান ঘাঁটিতে ১৪টি রকেট হামলা চালানো হয়েছে। বুধবার পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশের আল-আসাদ বিমান ঘাঁটি লক্ষ্য করে কয়েক দফা হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন আহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে মার্কিন নেতৃত্বাধীন জোট।

মার্কিন সেনাবাহিনীর কর্নেল ওয়েইন মারোত্তো এক টুইট বার্তা জানান, বুধবার কয়েকটি রকেট এই ঘাঁটিতে আঘাত হানে। এতে দুইজন আহত হন। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি’।

এখনও হামলার দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী। তবে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, ইরান সমর্থিত মিলিশিয়া দল প্রায় সময় মার্কিন বাহিনীকে লক্ষ্য করে আল-আসাদ বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে। 

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএসকে দমন করতে আড়াই হাজার মার্কিন সেনা অবস্থান করছে ইরাকে। চলতি বছরেই কমপক্ষে ৫০ বার রকেট হামলার ঘটনা ঘটলো।

হামলার পর সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানিকে ড্রোন হামলায় হত্যার পর থেকেই ইরাকে মার্কিন বাহিনীর ওপর হামলা বেড়েছে।