ইরান সফরে ইরাকি প্রধানমন্ত্রী

প্রতিবেশী দেশ ইরান সফরে গেছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি। রবিবার সাত মন্ত্রীসহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল তিনি তিনি তেহরান পৌঁছান। এ সময় তাকে স্বাগত জানান ইরানের জ্বালানিমন্ত্রী এবং ইরান-ইরাক যৌথ কমিশনের চেয়ারম্যান আলী আকবর মেহরাবিয়ান।

পরে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রাইসি আনুষ্ঠানিকভাবে তেহরান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইরাকের প্রধামন্ত্রীকে স্বাগত জানান। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। ইরাকের প্রধানমন্ত্রী কাজেমিকে গার্ড অব অনার দেওয়া হয়।

এ সফরের মধ্য দিয়ে ইরান ও ইরাকের মধ্যকার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের সম্পর্ক আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। দুই দেশের কর্মকর্তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নানা বিষয়ে মতবিনিময় করবেন বলে প্রতীয়মান হচ্ছে।

প্রেসিডেন্ট রাইসি ইরানের ক্ষমতায় আসার পর এই প্রথম ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজেমি তেহরান গেলেন। সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে। সূত্র: পার্স টুডে।