লেবাননে হামলায় সিরিয়ার নাগরিকসহ আটক ৯

লেবাবনের বৈরুতে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে এক সিরিয়ার নাগরিকসহ ৯ জনকে আটক করেছে দেশটির সেনাবাহিনী।

এক টুইট বার্তায় সেনাবাহিনীর পক্ষ থকে জানানো হয়েছে, ‘সহিংসতার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য সেনা মোতায়েন রয়েছে’।

বৃহস্পতিবার হিবজবুল্লাহ গোষ্ঠীর ডাকা বিক্ষোভ মিছিলে অংশ নেন হাজার হাজার সমর্থক। গত বছরের বৈরুতের বন্দরে বিস্ফোরণের ঘটনার তদন্ত থেকে এক বিচারক অপসারণের দাবিতেই বিক্ষোভে নামেন আন্দোলনকারীরা।

তাদের সমাবেশে হঠাৎ গুলি এলোপাতাড়ি গুলি চালায় অজ্ঞাত হামলাকারীরা। এতে বেশ কয়েকজন হতাহত হন। কিছুক্ষণের মধ্যে অভিযানে নামে সেনাবাহিনী। রাস্তায় ট্যাংক ও ভারী অস্ত্র নিয়ে টহল দিতে দেখা গেছে তাদের।