ইরানের কর্মকাণ্ড নজরদারিতে গোপন ঘাঁটি তৈরি করছে ইসরায়েল!

ইরানের কর্মকাণ্ড নজরদারিতে রাখতে গোপন ঘাঁটি তৈরি করছে ইসরায়েল! বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে তথ্য পেতে এসব ঘাঁটি তৈরি করছে ইসরায়েলি বাহিনী। ওয়ালা নিউজ ওয়েবসাইটের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক।

প্রতিবেদনে বলা হয়, তেহরানের কর্মকাণ্ড পর্যবেক্ষণের জন্য দুই ধরনের গোপন ঘাঁটি তৈরি করছে ইসরায়েলি বাহিনী। এগুলো হচ্ছে গোয়েন্দা ঘাঁটি ও পর্যালোচনাভিত্তিক ঘাঁটি। এসব আস্তানা থেকে ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে গুপ্তচরবৃত্তির পাশাপাশি সামগ্রিক বিষয়বস্তু পর্যালোচনা করা হবে।

আন্তঃবিভাগীয় গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তা ও বিশ্লেষকদের একত্রিত করে এসব ঘাঁটি চালু করা হয়েছে। এগুলোর মাধ্যমে পারমাণবিক কর্মসূচি গোপন করতে তেহরানের গোপনীয় কর্মকাণ্ড চিহ্নিত ও বিশ্লেষণ করা হবে।

ইসরায়েলের একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তেল আবিব পর্যাপ্ত তথ্য সংগ্রহ করেছে। আর এই ধরনের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

সিরিয়ায় তেহরানের সামরিক উপস্থিতি চিহ্নিত করা এবং সেখানে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর আঘাত হানার ক্ষেত্রে এসব ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রতীয়মান হচ্ছে।