জেরুজালেমে গোলাগুলি, নিহত ২

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সদস্যের গুলিতে এক বেসামরিক নিহত ও তিনজন আহত হয়েছেন। এসময় ইসরাইলি পুলিশের পাল্টা গুলিতে ওই বন্দুকধারী নিহত হন। রবিবার (২১ নভেম্বর) অধিকৃত জেরুজালেমের আল আকসা মসজিদ কম্পাউন্ডের গেইটের কাছে ঘটনাটি ঘটে। এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বন্দুকধারীকে পূর্ব জেরুজালেমের হামাসের সদস্য বলে বর্ণনা করেছেন ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ওমের বারলেভ। হামলায় একটি সাব মেশিনগান ব্যবহার করেছিলেন হামলাকারী। এদিকে ইসরাইলি বাহিনীর গুলিতে নিজেদের সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করেছে হামাস।

পুলিশের এক মুখপাত্র জানান, হামলায় দুই বেসামরিক লোক গুরুতর আহত হলে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদের একজন মারা যান। দুই পুলিশ সদস্য সামান্য আহত হন। এই ঘটনার পর বাহিনীকে জেরুজালেমের চারপাশে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেত।