দুটি ড্রোন কারখানা স্থাপন করবে মরক্কো-ইসরায়েল

মরক্কো ও ইসরায়েল ড্রোন তৈরির দুটি কারখানা স্থাপন করবে। মরক্কোর আল-আউলা অঞ্চলে এই কারখানা দুটি গড়ে তোলা হবে। মরক্কোর রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

মরক্কো ও ইসরায়েলের কর্মকর্তারা জানান, গত ২৪ নভেম্বর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত নিরাপত্তা সহযোগিতা চুক্তির আওতায় এই কারখানা দুটি গড়ে তোলা হবে।

সূত্র জানায়, এই দুটি মরক্কোর উত্তর-পূর্ব এবং দক্ষিণাঞ্চলে গড়ে তোলা হতে পারে। উৎপাদিত ড্রোনগুলো হবে মরক্কো নির্মিত এবং গোয়েন্দা তথ্য সংগ্রহসহ হামলা চালাতে সক্ষম হবে।

ইসরায়েলের ব্লুবার্ড অ্যারো সিস্টেম কোম্পানির সঙ্গে কয়েক মাস আলোচনার পর যৌথ প্রকল্পটির উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।

ব্লুবার্ড অ্যারো সিস্টেম ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিয়ালের অর্ধেক মালিকানাধীন কোম্পানি। এটির বোর্ড চেয়ারম্যান আমির পেরেৎজ ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী।