আমিরাতে তেলের ট্রাক বিস্ফোরণে নিহত ৩, হামলার দাবি হুথিদের

সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি বিমানবন্দরের কাছে তিনটি তেলের ট্রাক বিস্ফোরিত হয়ে তিন জন নিহত হয়েছে। সোমবার এই বিস্ফোরণের পর আমিরাতের অভ্যন্তরে হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে লড়াই করছে হুথি বিদ্রোহীরা। এই জোটে রয়েছে সংযুক্ত আরব আমিরাতও। হুথিরা নিয়মিতভাবে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। তবে আমিরাতে খুব অল্প কয়েকটি হামলার দায় স্বীকার করেছে তারা। তবে আমিরাতি কর্তৃপক্ষ সেগুলোর বেশিরভাগই অস্বীকার করেছে।

আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, তেল প্রতিষ্ঠান অ্যাডনক এর গুদামের কাছে মুসাফা শিল্প এলাকায় তিনটি ট্রাক বিস্ফোরিত হলে তিন জন নিহত এবং আরও ছয় জন আহত হয়েছে। নিহতদের দুই জন ভারতীয় এবং একজন পাকিস্তানি নাগরিক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, মুসাফা এলাকা থেকে কালো ধোঁয়া উড়ছে। আবু ধাবি পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাথমিক তদন্তে উভয় পাশে ছোট প্লেনের অংশ পাওয়া গেছে, যা ড্রোনের হতে পারে, এই থেকে বিস্ফোরণ ঘটতে পারে।’ তবে ওই বিবৃতিতে বলা হয়েছে, বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

হুথিদের সামরিক মুখপাত্র বলেছেন, আবু ধাবির অভ্যন্তরে সামরিক অভিযান চালিয়েছে তারা। এই অভিযানের বিস্তারিত কয়েক ঘণ্টা পর জানানোর কথা বলেছেন তিনি।

এই ঘটনার পর সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে পারে। যদিও এর আগে তেহরান ও আবু ধাবি এমন আঞ্চলিক সংঘাত এড়াতে সম্মত হয় যাতে তেল উৎপাদনকারী দেশগুলোর অর্থনৈতিক লক্ষ্য ক্ষতিগ্রস্ত হয়।