সিরিয়ায় আইএস নেতাদের অবস্থানে মার্কিন হামলা

মার্কিন সেনাবাহিনী সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর কয়েকজন সিনিয়র নেতার অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। বুধবার রাতে এই হামলা চালানো হয় বলে মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে উল্লেখ করেছে। তবে হামলার বিস্তারিত ও কেউ হতাহত হয়েছে কিনা জানাতে অস্বীকৃতি জানিয়েছে তারা।

কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র কনেৃল জো বুচ্চিনো বলেছেন, অভিযানের বিস্তারিত নিশ্চিত হওয়ার তা জানানো হবে।

বৃহস্পতিবার সকালে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন টেলিগ্রামে জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন অভিযানে এক ব্যক্তি নিহত হয়েছে। একাধিক মানুষকে অপহরনের অভিযোগ করেছে সিরীয় কর্তৃপক্ষ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন স্বতন্ত্রভাবে উভয়পক্ষের দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

এই বছর সিরিয়াতে বেশ কয়েকজন আইএস নেতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ফেব্রুয়ারিতে উত্তর-পশ্চিম সিরিয়ায় অভিযান চালায় যুক্তরাষ্ট্র। ওই সময় আইএস নেতা আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কোরাইশি আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়। ২০১৯ সালে সাবেক আইএস প্রধান আবু বকর আল-বাগদাদি নিহতের পর সিরিয়ায় এটিই ছিল মার্কিন সেনাবাহিনীর বৃহত্তম অভিযান।