আমিরাতে ‘বন্দি’ ২৪০০ আফগান শরণার্থী: এইচআরডব্লিউ

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, অন্তত ২ হাজার ৪০০ আফগান শরণার্থীকে বন্দি করে রেখেছে সংযুক্ত আরব আমিরাত। আবুধাবিতে একটি অস্থায়ী শিবিরে এই প্রাপ্ত বয়স্ক ও শিশুদের রাখা হয়েছে। ২০২১ সালে তালেবান গোষ্ঠী আফগানিস্তান দখল করার পর তাদেরকে কাবুল থেকে সরিয়ে আনা হয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এইচআরডব্লিউ বলছে, এই শরণার্থীরা পুনর্বাসিত হওয়ার কোন আশা ছাড়াই সংকটে, দুর্বিষহ পরিস্থিতিতে এবং আটকেপড়া অবস্থায় বসবাস করছে।

শরণার্থী শিবিরের পরিস্থিতি খারাপের অভিযোগ অস্বীকার করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি বলেছে, এই শরণার্থীদের পুনর্বাসনের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চলমান রয়েছে।

কাবুল থেকে সরিয়ে আমিরাতে নিয়ে আসা দশ হাজারের বেশি আফগান যুক্তরাষ্ট্র, কানাডা ও অপর দেশে পুনর্বাসিত হয়েছে। মার্কিন সেনারা আফগানিস্তান ত্যাগের সময় আরও ৭০ হাজার আফগানকে সরিয়ে নেওয়া হয়েছিল।

আবুধাবিতে নিয়ে আফগানদের এমিরেটস হিউম্যানেটারিয়ান সিটি ও তাতামিম ওয়ার্কার্স সিটিতে রাখা হয়েছিল। ১৬ জন আফগান শরণার্থীর বক্তব্য নিয়ে বুধবার প্রকাশিত এইচআরডব্লিউ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এখানে তাদের চলাচলের স্বাধীনতা নেই, নিরপেক্ষ ও কার্যকর শরণার্থী মর্যাদা দেওয়া হয়নি, আইনি সেবারও ঘাটতি রয়েছে। নেই শিশুদের শিক্ষা ও মানসিক সহযোগিতার সুবিধা।

সংযুক্ত আরব আমিরাতের প্রতি এসব শরণার্থীদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ।