গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ৬: জাতিসংঘ

গাজা উপত্যকার আল-মাগাজি শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা বলেছে, একটি স্কুলে বোমার আঘাতের ফলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট (ইউএনআরডব্লিউ)-এর বিবৃতি অনুসারে, হামলায় আরও বেশ কয়েক জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও  বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এমন হামলা আপত্তিজনক। এটি আবারও বেসামরিক নাগরিকদের জীবনের প্রতি স্পষ্ট অবহেলা দেখিয়ে দিচ্ছে।

ইউএনআরডব্লিউএ বলছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বোমাবর্ষণের সময় এই বোমা আঘাত হেনেছে। অন্তত ৪ হাজার এই স্কুলে আশ্রয় নিয়েছে। তাদের আর কোথাও যাওয়ার জায়গা ছিল না এবং এখনও নেই।