‘দুই ফ্রন্টে লড়ছে ইসরায়েল’

ইসরায়েলের উত্তর সীমান্ত এলাকায় পরিদর্শনে যেয়ে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কয়েকদিন ধরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর থেমে থেমে চলা সংঘর্ষে ছড়িয়েছে উত্তেজনার পারদ। তা নিজ চোখে পর্যবেক্ষণ করতেই তার এই সফর।

সেখান গিয়ে ইসরায়েলি সেনাদের সঙ্গে আলাপ করেন নেতানিয়াহু। তিনি বলেন, দুটি ফ্রন্টে যুদ্ধের মুখোমুখি হচ্ছে তার ভূখণ্ড। প্রথমত অবরুদ্ধ গাজার দিক থেকে। দ্বিতীয়টি ইসরায়েলের উত্তরে লেবানন সীমান্তে।

পরিস্থিতি পর্যবেক্ষণের পর নেতানিয়াহু বলেছেন, লেবাননের ক্ষমতাধর সামরিক শক্তি হিজবুল্লাহ যুদ্ধে নামার সিদ্ধান্ত নিয়েছে কিনা, তা এখনই বলা যাচ্ছে না। যদি তারা এই পরিকল্পনা করে থাকে, এমনভাবে বিপর্যস্ত করা হবে তা কল্পনাও করতে পারেনি।

গত ৮ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় বিমান হামলা জোরদার করেছে নেতানিয়াহু সরকার। এরপর লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন।

সূত্র: বিবিসি