মিসরীয় সীমান্তে ট্যাংক হামলায় আহত ৭, দুঃখপ্রকাশ ইসরায়েলের

মিসরীয় সীমান্তে ইসরায়েলের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন মিসরের সীমান্তরক্ষীও। ইসরায়েলি বাহিনীর দাবি, রবিবার দুর্ঘটনাবশত এই ঘটনা ঘটেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে গাজা উপত্যকার সীমান্তের কাছে মিসরীয় অবস্থানে আঘাত হানে তাদের ট্যাংক।

ইসরায়েলি সামরিক বাহিনী বিবৃতিতে জানায়, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পর্যালোচনা করা হচ্ছে। এর জন্য দুঃখপ্রকাশ করেছে আইডিএফ।

এ নিয়ে বিস্তারিত জানায়নি তেল আবিব। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিসরীয় সামরিক বাহিনীর একজন মুখপাত্র। কতজন আহত হয়েছেন তা স্পষ্ট করেননি তিনি।

গাজা ও লেবানন সীমান্তে ইসরায়েলির বাহিনীর সঙ্গে হামাস ও হিজবুল্লাহ গোষ্ঠীর সংঘর্ষ চলা অবস্থায় এই ঘটনা ঘটলো। সূত্র: আল জাজিরা, আরটি

আরও পড়ুন: