গাজায় যুদ্ধবিরতি নিয়ে এখনও আশাবাদী মিসর: সিসি

অল্প কিছু দিনের মধ্যে গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে এখনও আশাবাদী মিসর। শুক্রবার (১৫ মার্চ) এ আশা ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এই যুদ্ধবিরতি চুক্তি গাজায় ত্রাণ সহায়তা সরবরাহ বৃদ্ধি করবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুলিশ অ্যাকাডেমি পরিদর্শেনের সময় সিসি বলেন, অল্প কিছু দিনের মধ্যেই গাজায় যুদ্ধবিরতির চুক্তি হয়ে যাবে। এটি না হওয়ার কোনও কারণ নেই। গাজায় যুদ্ধবিরতির সুফল উল্লেখ করে তিনি বলেন, এই চুক্তি কার্যকরের মাধ্যমে গাজার বাস্তুচ্যুত মানুষরা দক্ষিণ থেকে উত্তরের দিকে যেতে পারবে।

সেই সঙ্গে রাফাহ অঞ্চলে ইসরায়েলি হামলার বিপদের বিষয়ে সতর্ক করে সিসি বলেন, আনুমানিক ১৫ লাখ ফিলিস্তিনি মিসর সীমান্তে আশ্রয় নিয়েছেন। তাদের নিকট ত্রাণ সহায়তা না পৌঁছালে দুর্ভিক্ষে মধ্যে পড়বেন তারা।

এদিকে গাজায় দুর্ভিক্ষের সতর্কতা জারি করে সহায়তা সরবরাহকারী কর্মকর্তারা বলেন, গাজায় ইসরায়েল-ফিলিস্তিনের সংঘাত ছয় মাসে গড়িয়েছে। তাদের সংঘাতের কারণে গাজার প্রায় ২৩ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি রয়েছেন।

গাজায় ত্রাণ প্রবেশে সীমান্ত ক্রসিং খোলার জন্য ইসরায়েলের নিকট আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। ওই আহ্বানে যোগ দিয়েছে মিসর। তাছাড়া ইসরায়েল-হামাসের মধ্যে সমঝোতা চুক্তি করতে কাতার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে মিসর।

গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করার কাজ রোজার আগেই শুরু হয়েছিল। কিন্তু ওই চুক্তি বাস্তবায়নের প্রচেষ্টা এই সপ্তাহে ব্যর্থ হয়েছে। তারপর বৃহস্পতিবার মধ্যস্থতাকারীদের কাছে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দেয় হামাস। তা প্রত্যাখ্যান করে ইসরায়েল বলেছে, হামাসের প্রস্তাবে অবাস্তব সব দাবি করা হয়েছে।