দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের পর্যবেক্ষক আহত

দক্ষিণ লেবাননে শেল বিস্ফোরণে জাতিসংঘের তিন পর্যবেক্ষক ও একজন অনুবাদক আহত হয়েছেন। শনিবার (৩০ মার্চ) দেশটির সীমান্তবর্তী রামিশ শহরের ইসরায়েলি সেনাবাহিনীর ড্রোন হামলায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।       

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের (ইউএনআইএফআইএল) জানিয়েছে, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা বিস্ফোরণের উৎস সম্পর্কে তদন্ত করছে।

ইউএনআইএফআইএল  শান্তিরক্ষীদের লক্ষ্যবস্তুতে পরিণত করাকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছে। পর্যবেক্ষকদের জাতীয়তা বা তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে লেবাননের অনুবাদকের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

লেবাননের রাষ্ট্রীয় জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি শত্রু ড্রোন দক্ষিণ লেবাননের ওই এলাকায় হামলা চালিয়েছে, যেখানে পর্যবেক্ষকরা আহত হয়েছে।

তবে হামলার দায় অস্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

সম্প্রতি ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা বৃদ্ধির পর বিস্ফোরণের এ ঘটনা ঘটলো।