এফ-১৫ যুদ্ধবিমান নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে টানাপড়েন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের বিরুদ্ধে ইসরায়েলে অস্ত্র চালান বিলম্বিত করার অভিযোগ করে আসছে তেল আবিব। এর মধ্যে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেসের সমর্থন থাকলেও ইসরায়েলকে ৫০টি এফ-১৫ যুদ্ধবিমান সরবরাহ করতে হোয়াইট হাউজের পদক্ষেপে কোনও অগ্রগতি হয়নি। এই খবর প্রকাশের পর ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গত মাসে ১৮ বিলিয়ন ডলার মূল্যের এসব যুদ্ধবিমান ইসরায়েলকে সরবরাহে শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট নেতারা নিজেদের বিরোধিতা থেকে সরে আসেন। তবে এই বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানায়নি। ফলে এগুলো পেতে ইসরায়েলকে আরও অপেক্ষায় থাকতে হচ্ছে।

মঙ্গলবার এক ভিডিও প্রকাশ করে এই বিলম্বের সমালোচনা করেছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রশাসন ইসরায়েলে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ আটকে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল নিজের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছে, ইরানের বিরুদ্ধে লড়ছে।

ইচ্ছাকৃতভাবে বিলম্বের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। কিন্তু নেতানিয়াহুর প্রকাশ্য মন্তব্যের জেরে হোয়াইট হাউজ দুই দেশের মধ্যকার একটি উচ্চ পর্যায়ের নিরাপত্তা আলোচনা বাতিল করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম আই টুয়েন্টিফোর নিউজ।

যুদ্ধবিমান সরবরাহে বিলম্ব নিয়ে ইতোমধ্যে উত্তেজনায় গড়ানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কে জটিলতার নতুন পর্ব শুরু হতে পারে বলে উল্লেখ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম।