হৃদরোগে মৃত্যু বাড়ায় দীর্ঘ কর্ম ঘণ্টা: ডব্লিউএইচও, আইএলও

দীর্ঘ কর্ম ঘণ্টার কারণে ২০১৬ সালে বিশ্বব্যাপী হৃদরোগ এবং স্ট্রোকে আক্রান্ত হয়ে সাত লাখ ৪৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। যা ২০০০ সালের পর ২৯ শতাংশ বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) জরিপে উঠে এসেছে এই তথ্য। সোমবার ইনভাইরোনমেন্ট ইন্টারন্যাশনালে প্রকাশিত হয়েছে এই জরিপ।

দীর্ঘ কর্ম ঘণ্টার সঙ্গে সংশ্লিষ্ট মৃত্যু ও স্বাস্থ্যের ক্ষতি নিয়ে প্রথমবারের বিশ্বব্যাপী বিশ্লেষণ হাজির করেছে ডব্লিউএইচও এবং আইএলও। এই বিশ্লেষণে দেখা গেছে ২০১৬ সালে তিন লাখ ৯৮ হাজার মানুষ স্ট্রোকে এবং তিন লাখ ৪৭ হাজার মানুষ হৃদরোগে মারা যায়। এরা সবাই সপ্তাহে অন্তত ৫৫ ঘণ্টা কাজ করার কারণে এসব রোগে আক্রান্ত হয়েছেন। ২০০০ থেকে ২০১৬ সালের মধ্যে দীর্ঘ কর্মঘণ্টার কারণে স্ট্রোক বেড়েছে ৪২ শতাংশ আর স্ট্রোক ১৯ শতাংশ।

কাজ সংশ্লিষ্ট এসব রোগে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই পুরুষ। মারা যাওয়া মানুষদের মধ্যে ৭১ শতাংশ পুরুষ। পশ্চিম প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বসবাসকারী মধ্য কিংবা বেশি বয়সীদের মধ্যে এসব রোগের হার বেশি বলেও উঠে এসেছে নতুন জরিপে। মারা যাওয়া বেশিরভাগ মানুষেরই মৃত্যু হয়েছে ৬০ থেকে ৭৯ বছর বয়সের মধ্যে। তারা ৪৫ থেকে ৭৪ বছর বয়সের মধ্যে সপ্তাহে ৫৫ ঘণ্টা বা তার চেয়েও বেশি সময় কাজ করেছেন।

জরিপে বলা হয়েছে, সপ্তাহে ৫৫ ঘণ্টা বা তার চেয়েও বেশি সময় কাজ করা ব্যক্তিরা স্ট্রোকের ৩৫ শতাংশ বেশি ঝুঁকিতে থাকেন। এছাড়া তাদের হৃদরোগে মৃত্যুর ঝুঁকি ১৭ শতাংশ বেশি।