অ্যান্টার্কটিকার রানওয়েতে নামলো বিমান

ইতিহাসে প্রথমবারের মতো বরফে ঢাকা অ্যান্টার্কটিকা মহাদেশের রানওয়েতে বিমান অবতরণ করেছে। এ৩৪০ বিমানটি দিয়ে ফ্লাইটটি পরিচালনা করেছে হাই ফ্লাই নামে একটি এভিয়েশন কোম্পানি। কোম্পানিটি বিমান থেকে শুরু করে বিমানকর্মী সবই ভাড়া করে থাকে। তবে তারা এর সবকিছুর ইন্স্যুরেন্সের জন্যই দায়বদ্ধ।

হাই ফ্লাই ৮০১ ফ্লাইটটি দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে যাত্রা শুরু করে। বিমানটি ‘উলফ ফ্যাং’ নামের একটি কোম্পানির জন্য অ্যান্টার্কটিকায় জরুরি রসদ নিয়ে গেছে। সংস্থাটি অ্যান্টার্কটিকায় পর্যটনসংক্রান্ত ব্যবসা পরিচালনা করে থাকে। বিমানটি পরিচালনার নেতৃত্ব দিয়েছেন ক্যাপ্টেন কার্লোস মিরপুরি। তিনি হাই ফ্লাই এর ভাইস প্রেসিডেন্ট।

কেপ টাউন থেকে অ্যান্টার্কটিকায় ফ্লাইটে যাত্রায় সময় লেগেছে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘণ্টা। অ্যান্টার্কটিকায় তারা সময় কাটিয়েছে তিন ঘণ্টারও কম।

কেপ টাউন থেকে অ্যান্টার্কটিকা যাত্রায় বিমানটিকে পাড়ি দিতে হয়েছে মোট মোট ২ হাজার ৫০০ নটিক্যাল মাইল পথ। বিমানটি অ্যান্টার্কটিকায় অবতরণের জন্য তৈরি করা হয় একটি ব্লু-আইস রানওয়ে। উন্নত প্রশিক্ষণ ছাড়া ওই বিমানবন্দরে বিমান অবতরণ প্রায় অসম্ভব।

ক্যাপ্টেন কার্লোস মিরপুরি তার যাত্রা ব্যাখ্যা করে জানিয়েছেন, বিশেষ সরঞ্জাম সজ্জিত রানওয়েতে অবতরণ করে বিমানটি।