X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনা করতে আইএমএফকে ভারতের অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক
০৩ মে ২০২৫, ১২:৫০আপডেট : ০৩ মে ২০২৫, ১২:৫০

পাকিস্তানকে দেওয়া ঋণসমূহ পর্যালোচনা করার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-কে অনুরোধ করেছে ভারত। শুক্রবার (২ মে) সরকারের এক কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, পাকিস্তানকে দেওয়া ঋণ আইএমএফ-এর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রাণঘাতী হামলার পর থেকেই দক্ষিণ এশিয়ার এই প্রতিবেশী দেশদুটির মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে।

ভারতের সরকারি সূত্র রয়টার্সকে আইএমএফের ঋণ পর্যালোচনার আহ্বান জানালেও বিস্তারিত আর কিছু জানায়নি।

পাকিস্তান গত বছর আইএমএফ-এর কাছ থেকে ৭ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা কর্মসূচি অর্জন করে এবং মার্চ মাসে ১.৩ বিলিয়ন ডলারের একটি নতুন জলবায়ু সহনশীলতা ঋণ পায়।

এই কর্মসূচিটি পাকিস্তানের ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তান বলেছে, এই আর্থিক কর্মসূচির মাধ্যমে তারা অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করেছে এবং দেউলিয়া হওয়ার ঝুঁকি থেকে মুক্ত থাকতে পেরেছে।

আইএমএফ ও ভারতের অর্থ মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

পাকিস্তানের অর্থমন্ত্রী উপদেষ্টা জানিয়েছেন, আইএমএফ কর্মসূচিটি ‘সম্পূর্ণরূপে সঠিক পথে’ রয়েছে।

‘সর্বশেষ পর্যালোচনাটি ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং আমরা সম্পূর্ণভাবে সঠিক পথে রয়েছি,-রয়টার্সকে বলেন উপদেষ্টা খুররম শেহজাদ। তিনি আরও বলেন, পাকিস্তান ওয়াশিংটনে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে খুব ফলপ্রসূ বৈঠক করেছে।

শেহজাদ বলেছেন, আমরা প্রায় ৭০টি বৈঠক করেছি। যেহেতু আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, তাই বিনিয়োগ ও পাকিস্তানকে সমর্থনের ক্ষেত্রে তাদের আগ্রহ ছিল।

গত সপ্তাহে পেহেলগামে পর্যটকদের ওপর এক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তান উভয়ের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে।

যদিও ইসলামাবাদ হামলার কোনও সংশ্লিষ্টতা অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। ভারত একটি গুরুত্বপূর্ণ সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে। যার ফলে এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিদ্বন্দ্বীর মধ্যে নতুন করে সংঘাত বেঁধে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

উভয় দেশের মধ্যে চরম উত্তেজনা বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করেছে এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানানো হচ্ছে।

/এস/
সম্পর্কিত
স্বেচ্ছায় ২ শতাধিক সাপের কামড় খাওয়া ব্যক্তির রক্তে যুগান্তকারী অ্যান্টিভেনম
আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে সহায়তা করবে রাশিয়া
‘কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখতে আইএমএফ ছাড়ার চিন্তা সরকারের’
সর্বশেষ খবর
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
ঢাকার দুই সিটিকে একীভূত করার যৌক্তিকতা কী
ঢাকার দুই সিটিকে একীভূত করার যৌক্তিকতা কী
চেন্নাইয়ের বিপক্ষে বেঙ্গালুরুর ২ রানের শ্বাসরুদ্ধকর জয়
চেন্নাইয়ের বিপক্ষে বেঙ্গালুরুর ২ রানের শ্বাসরুদ্ধকর জয়
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন