অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টিন থেকে পালানো ৩ ব্যক্তি গ্রেফতার

কোভিড-১৯ কোয়ারেন্টিন স্থাপনা থেকে মধ্যরাতে পালানো তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে অস্ট্রেলীয় পুলিশ। বুধবার গ্রেফতার অভিযানে তারা ধরা পড়ে। এক দিন আগে করোনা পরীক্ষা তিনজনের ফল নেগেটিভ এসেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরির প্রধান কোয়ারেন্টিন সেন্টার হলো হওয়ার্ড স্প্রিংস। বিদেশ থেকে আসা যাত্রীদের এখানে রাখা হয়।

পুলিশ জানায়, কেন্দ্রের একটি বেড়া টপকে ওই তিন ব্যক্তি পালিয়েছিল। তবে কর্মকর্তারা জানাননি, কোয়ারেন্টিন থেকে পলাতকরা বিদেশ ফেরত যাত্রী নাকি স্থানীয় ব্যক্তি।

সম্প্রতি কেন্দ্র থেকে ৩০০ কিলোমিটার দূরে ক্যাথেরিন শহরের আক্রান্তদের এখানে রাখা শুরু হয়েছে। 

পলাতকদের গ্রেফতারে বুধবার কেন্দ্রের আশেপাশে চেকপয়েন্ট বসায় পুলিশ এবং রাস্তায় সবগুলো প্রাইভেটকারে তল্লাশী চালানো হয়।

গত শুক্রবার ২৭ বছর বয়সী এক ব্যক্তি কেন্দ্রের বেড়া থেকে থেকে লাফিয়ে একটি গাড়িতে করে ডারউইন শহরে পালায়। পরে তাকে গ্রেফতার করা হয় এবং করোনা নেগেটিভ বলে পরীক্ষায় উঠে আসে।

হওয়ার্ড স্প্রিং সেন্টারে ২ হাজার মানুষকে রাখার ব্যবস্থা রয়েছে। এটি একটি পুরনো খনির ক্যাম্প। আগস্টে একটি কোয়ারেন্টিন সেন্টারে পরিণত করে অস্ট্রেলীয় সরকার।