রাশিয়ার ভোস্টোচনি কসমোড্রোমে যাওয়ার পরিকল্পনা করছেন রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন। সেখানে মুখোমুখি সাক্ষাৎ হতে পারে দেশটিতে সফররত উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।
রাশিয়ায় আজ শুরু হওয়া একটি অর্থনৈতিক ফোরামে সাংবাদিকদের প্রশ্নে পুতিন বলেছেন, ‘ভোস্টোচনিতে একটি অনুষ্ঠান আছে, সেখানে গেলেই আপনারা জানতে পারবেন।’ রাশিয়া ও অধিকাংশ আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার সকালের দিকে একটি সামরিক ট্রেনে রুশ ভূখণ্ডে প্রবেশ করেছেন কিম জং উন। কিন্তু তার অবস্থান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি মস্কো।
- আরও পড়ুন: ‘রহস্যময়’ ট্রেনে চেপে রাশিয়ায় কিম জং
ধারণা করা হচ্ছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী কিম-পুতিনের সাক্ষাৎ হতে যাচ্ছে। তাদের বৈঠকে কোনও চুক্তি যেন না হয় এ ব্যাপারে পিয়ংইয়ংকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ জানিয়েছে, কিম পুতিনকে অস্ত্র দেওয়ার কোনও প্রতিশ্রুতি বা আশ্বস্ত করলে পিয়ংইয়ংকে পরিণতি ভোগ করতে হবে।
সামরিক সূত্রের বরাতে পশ্চিমা সংবাদমাধ্যমগুলো বলছে, ইউক্রেনে যুদ্ধে হামলা জোরদার করতে উত্তর কোরিয়ার কাছে অস্ত্র চেয়েছে মস্কো।