X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

‘রহস্যময়’ ট্রেনে চেপে রাশিয়ায় কিম জং

আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৬আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০৫

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে বহনকারী একটি সাজোঁয়া ট্রেন সোমবার সকালের দিকে রাশিয়ায় ঢুকেছে। জাপানের কিওদো এজেন্সিসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিষয়টি জানিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অস্ত্র চুক্তি নিয়ে আলোচনা করতে তার এই সফর বলে দাবি যুক্তরাষ্ট্রের।

সংবাদমাধ্যমে আসা একাধিক ছবিতে দেখা গেছে, কিম গত ১০ সেপ্টেম্বর একটি সবুজ রঙের ব্যক্তিগত ট্রেনে চেপে পিয়ংইয়ং ছাড়ার আগে সমর্থকদের উদ্দেশে হাত নাড়ছেন। তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ওইদিন বিকেলে রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) একাধিক সূত্রের বরাতে রয়টার্স ও বিবিসি জানিয়েছে, কিমের ট্রেন ইতোমধ্যে রুশ ভূখণ্ডে প্রবেশ করেছে।

২০১৯ সালেও ট্রেনে ভ্লাদিভোস্টক ভ্রমণ করেছিলেন কিম। পুরো ট্রেনটি বুলেটপ্রুফ। অনেক ভারী হওয়ায় ঘণ্টায় ৫৯ কিলোমিটারের বেগে বেশি চলতে পারে না। 

এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এটি একটি পূর্ণাঙ্গ সফর হতে যাচ্ছে। দুই দলের প্রতিনিধির মধ্যে আলোচনা হবে।

তবে কিম জং উনের রাশিয়ায় প্রবেশ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি মস্কো। পুতিন মঙ্গলবার ভ্লাদিভোস্টক পৌঁছানোর কথা। দুই নেতার সেখানে মুখোমুখি সাক্ষাৎ হতে যাচ্ছে। এছাড়াও একটি অর্থনৈতিক ফোরামে অংশ নিতে পারেন উ. কোরিয়ার নেতার। সম্মেলনটি বুধবার পর্যন্ত চলবে বলে জানা গেছে।

কিমের সফরকে কেন্দ্রে করে ওয়াশিংটন হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, মস্কোর সঙ্গে কোনও ধরনের অস্ত্র চুক্তি না করতে। ইউক্রেনে যুদ্ধ চলা অবস্থায় রাশিয়াকে অস্ত্র দিয়ে সহযোগিতা করলে পিয়ংইয়ংকে পরিণতি ভোগ করতে।

কিমের সফর গভীরভাবে পর্যবেক্ষণ করছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতি জানিয়েছে, সিউল বিশ্বাস করে যে কিমকে বহনকারী ট্রেন সম্ভবত আজ মঙ্গলবার ভোরের দিকে রাশিয়ায় প্রবেশে করেছে। দুই দেশের অস্ত্র চুক্তি হচ্ছে কিনা, এ বিষয়ে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

/এলকে/
সম্পর্কিত
তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো ভারত-পাকিস্তান, সীমান্তজুড়ে যুদ্ধাবস্থা
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
সর্বশেষ খবর
শেষ মুহূর্তে রেফারিদের ‘বয়কট’ প্রত্যাহার, মোহামেডান ও কিংসের ড্র
শেষ মুহূর্তে রেফারিদের ‘বয়কট’ প্রত্যাহার, মোহামেডান ও কিংসের ড্র
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
দুই গোলে এগিয়ে থেকেও মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ
দুই গোলে এগিয়ে থেকেও মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ
মিয়ানমারে পাচারকালে ইলেকট্রনিক ডিভাইসসহ ৬ জন আটক
মিয়ানমারে পাচারকালে ইলেকট্রনিক ডিভাইসসহ ৬ জন আটক
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান