রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে দক্ষিণ কোরিয়ার এক ব্যক্তি আটক

গুপ্তচরবৃত্তির অভিযোগে দক্ষিণ কোরিয়ার এক ব্যক্তিকে আটক করেছে রাশিয়া। সোমবার (১১ মার্চ) মস্কোর একটি আদালত তাকে আটকের মেয়াদ ১৫ জুন পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও বায়েক ওয়ান নামের ওই ব্যক্তির আটকের বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, বায়েককে দূতাবাস থেকে সহায়তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, চলতি বছরের জানুয়ারিতে পূর্বাঞ্চলীয় ভ্লাদিভোস্টক শহর থেকে বায়েককে আটক করা হয়। তাকে মস্কোর লেফোরটোভো কারাগারে রাখা হয়েছে। গুপ্তচরবৃত্তির অভিযোগে এই প্রথম দক্ষিণ কোরিয়ার কোনও নাগরিককে আটক করা হলো।

নাম প্রকাশে অনিচ্ছুক তাসের এক কর্মকর্তা জানান, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগে বায়েককে আটক করা হয়। তবে তার মামলা সম্পর্কে খুব কমই জানা গেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। 

এদিকে, দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, বায়েক একজন ধর্ম প্রচারক ছিলেন। চীন থেকে স্থলপথে ভ্লাদিভোস্টকে আসার কয়েকদিন পর স্ত্রীসহ আটক করা হয় তাকে। পরে তার স্ত্রীকে ছেড়ে দেয়া হয়। ধারণা করা হচ্ছে দক্ষিণ কোরিয়ায় ফিরে এসেছেন তার স্ত্রী।

দুই বছর আগে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে ধারাবাহিকভাবে বিদেশিদের আটক করে চলেছে রুশ কর্তৃপক্ষ। আটক ব্যক্তিদের মধ্যে ওয়াল স্ট্রিট জার্নালের এক রিপোর্টার ও এক আমেরিকানও রয়েছে।