ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নিরসনে সহায়তার প্রস্তাব রাশিয়ার

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রবিবার (৪ মে) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সময় ল্যাভরভ কাশ্মীর নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা নিরসনে সহায়তার প্রস্তাব দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ল্যাভরভ ও ইসহাক দারের মধ্যে ফোনালাপের প্রসঙ্গ উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়া উত্তেজনার দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।’

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘২২ এপ্রিল কাশ্মীর উপত্যকার পেহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলার পর উদ্ভূত পরিস্থিতির রাজনৈতিক নিষ্পত্তির জন্য রাশিয়া প্রস্তুত। অবশ্য যদি ইসলামাবাদ ও নয়াদিল্লি উভয়পক্ষই এই বিষয়ে পারস্পরিক ইচ্ছা প্রকাশ করে।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলার ঠিক দুই দিন পর ইসহাক দারের সঙ্গে লাভরভের এ ফোনালাপটি হয়। জয়শঙ্করের সঙ্গে আলাপকালেও দুই প্রতিবেশী দেশের মধ্যে বিরোধ মেটানোর আহ্বান জানান তিনি।

গত সপ্তাহে কাশ্মীর উপত্যকার পেহেলগাম এলাকার একটি পাহাড়ি পর্যটনকেন্দ্রে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর অঞ্চলটি ভারত ও পাকিস্তান উভয় দেশেই দাবি করে আসছে। সেই দাবিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে একাধিক যুদ্ধ, বিদ্রোহ এবং কূটনৈতিক অচলাবস্থার ঘটনা ঘটেছে।

রাশিয়া দীর্ঘদিন ধরেই ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ। সোভিয়েত যুগ থেকেই নয়াদিল্লি ও মস্কোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।