আল কায়েদা নেতার ভাষণ প্রচার: যুক্তরাজ্যে নিষিদ্ধ ইসলামি রেডিও

iman-fm-muslim-radio-broadcasts-25-hours-al-qaeda-violent-sermons-933x445চলতি বছরের শুরুতে আল-কায়েদা কর্মী সংগ্রহে নিয়োজিত আলমান আল-আউলাকির ভাষণ ২৫ ঘণ্টা প্রচারের পর যুক্তরাজ্যের একটি ইসলামি রেডিও স্টেশন লাইসেন্স হারিয়েছে। শেফিল্ড ভিত্তিক ইমান এফএম নামের কমিউনিটি রেডিওটির লাইসেন্স বাতিল করেছে যুক্তরাজ্যের কমিউনিকেশন্স কার্যালয় (অফকম)।

অফকমের মুখপাত্র বলেন, জনস্বার্থে রেডিও স্টেশনটির লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে অফকম। ৪ জুলাই থেকেই এই রেডিও’র সম্প্রচার বন্ধ রয়েছে। তা আর চালু হবে না।

যুক্তরাজ্যের মিডিয়া নিয়ন্ত্রক’র তদন্তে উঠে আসে, আউলাকির সম্প্রচারিত ভাষণে অমুসলিমদের বিরুদ্ধে সহিংস হামলা চালাতে মুসলিমদের প্রতি সরাসরি আহ্বান অন্তর্ভুক্ত রয়েছে। যে বক্তব্য অপরাধ, সন্ত্রাসবাদ ও সহিংস আচরণ।

রেডিও স্টেশনটির লাইসেন্স ছিল ইমান মিডিয়া ইউকের নামে। ২০১৪ সালের অক্টোবর থেকেই রেডিওটি সম্প্রচার করে আসছিল। আউলাকির বক্তব্য প্রচারের অভিযোগের ভিত্তিতে ৪ জুলাই এটির সম্প্রচার বন্ধ করা হয়।

তদন্তকারীদের রেডিওটির কর্তৃপক্ষ জানায়, রমজান মাসে সকালের অনুষ্ঠানে তাদের নির্ধারিত উপস্থাপক না থাকায় ভাষণটি সম্প্রচার করা হয়েছিল। ভাষণদাতার পরিচয় সম্পর্কেও তারা অবগত ছিলেন না। জুন মাসে শ্রোতাদের কাছে ভাষণটি প্রচারের জন্য দুঃখ প্রকাশ করে।

লাইসেন্স প্রত্যাহারে রেডিও কর্তৃপক্ষ হতাশা ব্যক্ত করেছেন। এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আইনি পদক্ষেপের বিষয়টি বিবেচনা করছেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ মে থেকে ১৬ জুন রমজান মাসে আমেরিকান বংশোদ্ভুত আল-কায়েদা নেতা আউলাকির মোহাম্মদের জীবনী নামের ভাষণটি সম্প্রচার করে। ২০১১ সালে ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় এই আল কায়েদা নেতা নিহত হন।

/এএ/