যুক্তরাজ্যে নোবেলজয়ীদের সমর্থন পেল আরেকটি গণভোটের দাবি

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট ব্রেক্সিটের বিষয়ে আরও একটি গণভোট আয়োজনের যে আহ্বান জানিয়েছিল তাতে সমর্থ দিয়েছেন নোবেলবিজয়ীসহ কয়েকজন ব্রিটিশ বিজ্ঞানী। ইন্ডিপেন্ডেন্টের আরও একটি ব্রেক্সিট গণভোট প্রস্তাবের মূল বক্তব্য ছিল, গত গণভোটে ব্রেক্সিট পক্ষের জয়ের মধ্যে দিয়ে যে সার্বভৌমত্ব যুক্তরাজ্যের নাগরিকরা পেয়েছে এবার সেই সার্বভৌমত্বের চর্চার জন্যই যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার শর্তগুলোর ওপর ভোটাভুটি হওয়া উচিত। মোট কথা, ‘ব্রেক্সিট ডিল’ নির্ধারণেও গণভোটের দাবি করেছে ইন্ডিপেন্ডেন্ট। প্রস্তাবে সমর্থন দিয়েছেন নোবেলজয়ী বিজ্ঞানী স্যার পল নার্স ও স্যার ফ্রাসের স্টডার্ট।brexit-march-final-say
গত ২৪ জুলাই ইন্ডিপেন্ডেন্ট আরেকটি ব্রেক্সিট সংক্রান্ত গণভোটের আহ্বান জানিয়ে ‘ফাইনাল সে’ শীর্ষক প্রচারণা শুরু করেছিল। তারা এ বিষয়ক একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর দিতে আহ্বান জানিয়েছিল প্রস্তাবটির সমর্থকদের। সেদিন তারা উল্লেখ করেছিল, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে যেভাবে ‘ব্রেক্সিট ডিলের’ শর্ত নিয়ে কাজ করছেন সে বিষয়ে তার নিজের দলের সদস্যরাই হতাশ। ব্রেক্সিট নিয়ে মতবিরোধের জেরে স্বয়ং ব্রেস্কিট বাস্তবায়ন মন্ত্রী ডেভিড দেভিস পদত্যাগ করেছেন। তার সঙ্গে যুক্ত হয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। এমন পরিস্থিতিতে ব্রেক্সিট বাস্তবায়ন যথযথ শর্তের ভিত্তিতে হওয়ার বদলে কোনও রকমে কার্যকর হয়ে যাওয়ার আশঙ্কার মধ্যে রয়েছে। একটি ‘এক্সিডেন্টাল ব্রেক্সিট’ বাস্তবায়নের আশঙ্কা প্রকাশ করেছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী জেরেমি হান্টও।

ইন্ডিপেন্ডেন্টের আহ্বানে সাড়া দিয়েছেন পাঁচ লাখেরও বেশি মানুষ। তাদের সঙ্গে ব্রেক্সিট ডিলের জন্য আরেকটি গণভোটের পক্ষে ইন্ডিপেন্ডেন্টের প্রস্তাবকে সমর্থন করেছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। এদের মধ্যে রয়েছেন অন্তত দুইজন নোবেল বিজয়ী। নোবেল পুস্কার বিজয়ী বংশগতিবিদ স্যার পল নার্স এবং নোবেল পুস্কার বিজয়ী রসায়নবিদ স্যার ফ্রাসের স্টোডার্টের সঙ্গে মহাকাশ বিজ্ঞানী রয়্যাল লর্ড মার্টিন রিস ও প্রখ্যাত অণুজীব বিজ্ঞানী ডেম অ্যানি গ্লোভার আরেকটি গণভোটের প্রস্তাবকে সমর্থন করেছেন।

রয়্যাল সোসাইটি অব এডিনবার্গের প্রেসিডেন্ট ডেম অ্যানি বলেছেন, ‘গবেষণার ভবিষ্যৎ নিয়ে আমি শঙ্কিত। শুধু বিজ্ঞান নয় বরং সম্ভাব্য সবক্ষেত্রেই আমার এই আশঙ্কা কাজ করছে। আমরা যদি বিশৃঙ্খলভাবে ব্রেক্সিট বাস্তবায়ন করি তাহলে দেখা যাবে আদতে কোনও ব্রেক্সিট ডিল ছাড়াই আমাদের ইইউ ছাড়তে হবে।’

ইন্ডিপেন্ডেন্টের প্রস্তাবনায় বিজ্ঞানীরা ছাড়াও এক লাখ ৬০ হাজার চিকিৎসকের প্রতিনিধিত্বকারী সংগঠন  ব্রিটিশ মেডিক্যাল এসোসিয়েশন এবং ৪৩ লাখ শিক্ষার্থীর প্রতিনিধিত্বকারী সংগঠন ‘ন্যাশনাল ইউনিয়ন অব স্টুডেন্টস’ ইন্ডিপেন্ডেন্টের ‘ফাইনাল সে’ নামে পরিচিত আরেকটি গণভোট দাবি করে চালানো প্রচারণায় সমর্থন দিয়েছে।