হি‌থ্রো বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে আজ সোমবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন। লন্ডন স্থানীয় সময় দুপুর দেড়টায় বড় ছেলে তারেক রহমানের কিংস্টনের বাসা থেকে বের হয়ে খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি দুপুর ২টা ২৫  মিনিটে হিথ্রো বিমানবন্দরের চার নম্বর টার্মিনালের ভিআইপি গেটে পৌঁছায়। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের শুভেচ্ছা জানাতে দেখা গেছে। দুপুর দেড়টা থেকে তারা হিথ্রো বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের রাস্তার পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিমানবন্দরে জড়ো হওয়া নেতাকর্মীদের হাতে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন পোস্টার ও ব্যানার দেখা গেছে।

খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্স দোহার উদ্দেশে লন্ডন ত্যাগ করার কথা রয়েছে। কাতারে যাত্রাবিরতি শেষে আগামীকাল মঙ্গলবার সকালে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

এদিকে, ঢাকা থেকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চেয়ারপারসন লন্ডন হিথ্রো বিমানবন্দরে প্রবেশ করেছেন বাংলাদেশ সময় ৭টা ৪০ মিনিটে।

আরও পড়ুন: ঢাকার উদ্দেশে লন্ডনের বাসা থেকে বের হয়েছেন খালেদা জিয়া

খালেদা জিয়ার দেশে ফেরা: বিমানবন্দর-গুলশান পর্যন্ত সড়কে ডিএমপির নির্দেশনা