কাতারে আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরছেন। ফ্লাইটটি রবিবার বিকালে হিথ্রো বিমানবন্দর থেকে ছাড়ার কথা।
দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে দশ জনের একটি তালিকা দেখে দিয়েছেন। এ প্রতিবেদকের হাতে আসা তালিকায় ক্রমানুসারে বেগম জিয়ার দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান, সৈয়দা শামিলা রহমান, বেগম জিয়ার চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, খালেদা জিয়ার উপদেষ্টা মো. এনামুল হক চৌধুরী, মো. মাসুদুর রহমান, ফাতেমা বেগম, রূপা সিকদার, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ ও এম এ মালেকের স্ত্রী দিলারা মালেকের নাম রয়েছে।
এদিকে, বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে— যুক্তরাজ্য বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদেরসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের রবিবার বিকাল তিনটায় হিথ্রো বিমানবন্দরের টিডব্লিউ৬ রয়্যাল স্যুটের সামনের রাস্তায় সমবেত হতে বলা হয়েছে।