লন্ডন সময় সোমবার বিকাল সাড়ে চারটার দিকে হিথ্রো বিমানবন্দর ছেড়ে গেছে খালেদা জিয়াকে বহনকারী কাতারের এয়ার অ্যাম্বুলেন্স। যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি নাসির আহমেদ শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খালেদা জিয়ার সঙ্গে মোট ১৩ জন দেশে যাচ্ছেন। নির্ধারিত সময়েই সব কিছু সম্পন্ন হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চার মাস চিকিৎসা শেষে সোমবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হলেন। লন্ডন সময় মধ্যরাতে তার লন্ডনের ভিসার মেয়াদ শেষ হবার কথা। ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ থাকলেও গত ঈদের পর থেকেই দেশে ফিরতে উদগ্রীব ছিলেন খালেদা জিয়া।
এর আগে, দুপুর দেড়টায় বড় ছেলে তারেক রহমানের কিংস্টনের বাসা থেকে বের হয়ে খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি হিথ্রো বিমানবন্দরের চার নম্বর টার্মিনালের ভিআইপি গেটে পৌঁছায়। সেখানে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন পোস্টার ও ব্যানার দেখা গেছে।
এদিকে, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে রানওয়ে থেকে চেয়ারপারসনকে বহন করা কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশের উদ্দেশে রওনা করেছে।
আরও পড়ুন: হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া
ঢাকার উদ্দেশে লন্ডনের বাসা থেকে বের হয়েছেন খালেদা জিয়া
খালেদা জিয়ার দেশে ফেরা: বিমানবন্দর-গুলশান পর্যন্ত সড়কে ডিএমপির নির্দেশনা