এই মুহূর্তে ফেসবুকে নিষিদ্ধই থাকছেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে ফেসবুকের একটি ‘ওভারসাইট বোর্ড’। তবে ট্রাম্পের স্থায়ী নিষেধাজ্ঞার সমালোচনা করেছে বোর্ডটি। ফেসবুক কর্তৃপক্ষকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এমন একটি যৌক্তিক শাস্তির ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছে হবে, যা সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

গত জানুয়ারি মাসে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের রক্তক্ষয়ী সহিংসতার পর টুইটার তাকে নিষিদ্ধ করে। সামাজিক যোগাযোগের জনপ্রিয় এই মাধ্যমটিতে তার প্রায় নয় কোটি ফলোয়ার ছিল। এছাড়া ফেসবুক ও ইউটিউবের মতো মাধ্যমগুলোও ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেয়। কোনও রাষ্ট্রনেতার ক্ষেত্রে এমন নিষেধাজ্ঞা নজিরবিহীন।

পরে বিষয়টি পর্যালোচনার জন্য ফেসবুকের ২০ সদস্যের ওভারসাইট বোর্ডে যায়, যা ‘ফেইসবুকের সুপ্রিম কোর্ট’ হিসেবে পরিচিত। এই বোর্ডের সিদ্ধান্ত জানার অপেক্ষায় ছিলেন অনেকেই। কারণ  ভবিষ্যতে অন্য কোনও রাষ্ট্রনেতা নিয়ম ভাঙলে ফেসবুক কেমন পদক্ষেপ নেবে,তার ইঙ্গিত পাওয়া যাবে এই সিদ্ধান্ত থেকে।

বুধবার এক সংবাদ সম্মেলনে বোর্ডের কো-চেয়ার ও সাবেক ফেডারেল বিচারপতি মাইকেল ম্যাককনেল বলেন, ফেসবুকের এই সিদ্ধান্তের জন্য তারা অভিনন্দন পাওয়ার যোগ্য। তবে তিনি বলেন, ‘আমরা ফেসবুককে পেছন ফিরতে বলবো এবং কিভাবে বিষয়গুলো পর্যালোচনা করা হয় তা আরও পরিষ্কার করতে বলবো। সব ব্যবহারকারীকে সমানভাবে বিবেচনা করুন এবং কাউকে নির্বিচারে শাস্তি দেবেন না।’

বোর্ডের দেওয়া সিদ্ধান্তের এক প্রতিক্রিয়ায় ফেসবুক কর্তৃপক্ষ বলেছে তারা এই সিদ্ধান্ত পর্যালোচনা করে দেখবে এবং পরিষ্কার এবং যথাযোগ্য ব্যবস্থা নেবে।