যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বন্দুকধারীদের হামলা, নিহত অন্তত ২

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে তিন বন্দুকধারীর গুলিবর্ষণে অন্তত দুইজন নিহত এবং আরও প্রায় ২০ জন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় রবিবার ভোরে একটি বিলিয়ার্ড ক্লাবে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। মিয়ামি-ডাডে পুলিশ প্রধান আলফ্রেডো রমিরেজ টুইটারে এই তথ্য জানিয়েছেন।

আলফ্রেডো রমিরেজ বলেন, আমি আরেকটি টার্গেট করা ও ভীরুতাপূর্ণ বন্দুক সহিংসতার ঘটনাস্থলে আছি। এখানে ২০ জনের দেহে গুলি লেগেছে এবং দুঃখজনক হলো ২ জনের মৃত্যু হয়েছে।

পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানায়, ঘটনাস্থলটিতে একটি অনুষ্ঠান আয়োজন হওয়ার কথা ছিল। অনেক মানুষ সেখানে উপস্থিত ছিলেন।  

এতে আরও বলা হয়, নিশান প্যাথফাইন্ডার এসইউভি গাড়ি ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে সেটি থেকে তিন ব্যক্তি নামে এবং জমায়েত লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি শুরু করে। পরে তারা গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দুজনকে মৃত অবস্থায় পেয়েছে এবং ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা পর্যন্ত বন্দুক সহিংসতার ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

সকালে সংবাদ সম্মেলনে রমিরেজ বলেন, এই ধরনের বন্দুক সহিংসতা বন্ধ করতে হবে। প্রতিটি সাপ্তাহিক ছুটির দিনে এমন ঘটনা ঘটছে।

পুলিশের বিবৃতিতে বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি ছোড়ার কথা বলেও পুলিশ প্রধান এটিকে পরিকল্পিত হামলা বলে উল্লেখ করেছেন।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে সাম্প্রতিক বন্দুক সহিংসতার সর্বশেষ ঘটনা এটি। এই বছরের প্রথম ১৩২ দিনে অন্তত ২০০টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। মাত্র কয়েক দিন আগে সান হোসে শহরে ট্রেন ইয়ার্ডে এক বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছিলেন।

গত মাসে প্রেসিডেন্ট জো বাইডেন বন্দুক সহিংসতাকে মহামারি এবং আন্তর্জাতিকভাবে বিব্রতকর বলে উল্লেখ করেছেন। সূত্র: আল জাজিরা