ক্যানসারের ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালে অভাবনীয় সাফল্য

পরীক্ষামূলক চিকিৎসায় অভাবনীয় অভিজ্ঞতা লাভ করেছেন রেকটাল ক্যানসারে আক্রান্ত মানুষদের ছোট একটি গ্রুপ। আর অভাবনীয় সাফল্য পেয়েছেন চিকিৎসাবিজ্ঞানীরা। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে,  যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা ছোট পরিসরে একটি ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেওয়া ১৮ জনের শরীর থেকে ক্যানসার নির্মূল হয়ে গেছে। এটিকে ক্যানসারের ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালে সব রোগীর দেহ থেকে রোগটি অদৃশ্য হয়ে যাওয়ার এটিই প্রথম ঘটনা বলছেন সংশ্লিষ্টরা। 

মার্কিন সংবাদমাধ্যমটি জানিয়েছে, রেকটাল ক্যান্সারে আক্রান্ত ১৮ জন রোগী ছয় মাস ধরে ডোস্টারলিমাব নামে একটা ওষুধ গ্রহণ করেন। আর শেষে দেখা যায় প্রত্যেকের টিউমার অদৃশ্য হয়ে গেছে।

ডোস্টারলিমাব নামক এই ওষুধটি ল্যাবরেটরিতেই তৈরি। এই ওষুধে থাকা একটি মলিকিউল মানবশরীরে অ্যান্টিবডির বিকল্প হিসেবে কাজ করেছে। যে ১৮ জন রোগীর উপর এই ওষুধ প্রয়োগ করা হয়, তাদের শারিরীক পরীক্ষা, এন্ডোসকপি, পজিট্রন এমিশন টোমোগ্রাফি কিংবা এমআরআই স্ক্যানেও তাদের শরীরে ক্যানসার পাওয়া যায়নি।

নিউ ইয়র্কের স্লোয়ান কেটেয়ারিং ক্যান্সার সেন্টারের চিকিৎসক ডা. লুইস এ.ডায়াজ. জে বলেন, ‘ক্যানসারের ইতিহাসে প্রথমবারের মতো এই ঘটনা ঘটলো।’

ওষুধ দেওয়ার আগে ওই ১৮ রোগীকে কেমোথেরাপিও করা হয়েছিল। দেওয়া হয়েছিল রেডিয়েশনও। কারও কারও অস্ত্রোপচারও হয়। কিন্তু তাতে আশানুরূপ সাফল্য মেলেনি। পেটের অথবা মূত্রনালীর সমস্যা দেখা যায় অনেকের। কেউ কেউ আবার যৌন ক্ষমতা হারিয়ে ফেলেন। পরে তাদের ওপর নতুন ওষুধ প্রয়োগের সিদ্ধান্ত হয়। শেষ পর্যন্ত তাদের আর কোনও চিকিৎসার দরকার পড়েনি।

চিকিৎসা বিশ্বে আলোড়ন তুলেছে ক্যানসার চিকিৎসার এই খবর। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কোলেকটোরাল ক্যানসার বিশেষজ্ঞ ড. অ্যালান পি. ভেনক বলেন, সব রোগীর পূর্ণ নিরাময় হয়ে যাওয়ার কথা আগে শোনা যায়নি। তিনি এই গবেষণাকে বিশ্বের প্রথম হিসেবে আখ্যায়িত করেন। পরীক্ষামূলক এই ওষুধে কোনও রোগী মারাত্মক কোনও জটিলতায় পড়েননি-এটাই বিশেষ রকম আনন্দের বিষয়।

তবে ওষুধটি পর্যালোচনাকারী গবেষকরা বলছেন, এখন এটিকে প্রতিশ্রুতিশীল বলে মনে হচ্ছে। তবে আরও বেশি রোগীর ওপর এটি কার্যকর কিনা তা খতিয়ে দেখতে আরও বড় আকারের পরীক্ষা প্রয়োজন।