রওশন আরার মরদেহ গ্রহণ করলো পরিবার





রওশন আরাঅস্ত্রোপচারে দুই কিডনি হারানো রওশন আরার মরদেহ গ্রহণ করেছে তার পরিবার। শনিবার (৩ নভেম্বর) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের কাছে মরদেহটি হস্তান্তর করেন। এর আগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার লাশের ময়নাদতন্ত সম্পন্ন হয়। গত বুধবার (৩১ অক্টোবর) রাত ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রওশন আরা। 

রওশন আরার ছেলে শরিফ শিকদার আজ শনিবার বলেন, ‘বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের কাছে মায়ের মরদেহ বুঝিয়ে দিয়েছেন। মরদেহ সঙ্গে নিয়ে আমরা এখন গ্রামের বাড়ি পাবনা যাচ্ছি। সেখানে পৌঁছে কাল সকালে জানাজা শেষে মায়ের দাফন সম্পন্ন হবে।’

শরিফ শিকদার আরও বলেন, ‘বিশ্ববিদ্যায় কর্তৃপক্ষের কাছে আমাদের যে চাওয়া ছিল তা তারা দিয়েছেন। তারা ডেথ সার্টিফিকেট দিয়েছেন। সেখানে লিখে দিয়েছেন যে, মায়ের শরীরে দুটি কিডনিরই কোনও অস্তিত্ব নেই।’
এ বিষয়ে বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ দুপুর ১টার দিকে শাহাবাগ থানা পুলিশের মাধ্যমে রওশন আরার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এ বিষয়ে যে তদন্ত কিমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির রিপোর্ট আগামীকাল হাতে পাবো।’
আরও পড়ুন..

‘বিচার’ না পেলে রওশন আরার মরদেহ নেবেন না স্বজনেরা

রোগীর শরীর থেকে কিডনি গায়েবের ঘটনায় দুটি কমিটি



দুই কিডনিবিহীন রোগীকে নিয়ে কী করবে বিএসএমএমইউ?

কোমায় রওশন আরা, আইনি লড়াইয়ে যাবেন সন্তান

কিডনি হারানো রওশন আরা মারা গেছেন