কেরানীগঞ্জে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯

nonameকেরানীগঞ্জের চুনকুটিয়ার প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় দগ্ধ আরও আট শ্রমিক নিহত হয়েছেন। এ নিয়ে এই ঘটনায় মোট নিহতের সংখ্যা ৯ জন। বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ডিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ঢামেক বার্ন ইউিনটের অ্যাসোসিয়েট প্রফেসার ডক্টর তাহমিনা সাত্তার শিমু বিষয়টি নিশ্চিত করেছেন।

চিকিৎসাধীন অবস্থায় নিহতদের মধ্যে পাঁচ জনের নাম জানা গেছে। তারা হলেন ইমরান, বাবলু, রায়হান, খালেক, সালাউদ্দিন। এরআগে আশঙ্কাজনক অবস্থায় ৩৪ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দগ্ধ ২৩ শ্রমিক সেখানে চিকিৎসাধীন আছেন। তাদের প্রায় সবার অবস্থা গুরুতর।

উল্লেখ্য, বুধবার (১১ ডিসেম্বর) বিকালে ওই প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে এক জন নিহত হন। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় অন্তত ৩৭ জন দগ্ধ হন। এদের মধ্যে ৩৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসাপতালে আনা হয়।

আগুন লাগা কারখানাটির সরকারি অনুমোদন ছিল না বলে জনান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

গ্যাসের পাইপের লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস।

 

আরও পড়ুন
আগুন লাগা কারখানাটির অনুমোদন ছিল না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় নিহত ১

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, আহত ৩০

প্লাস্টিক কারখানায় দগ্ধ ৩৪ জনের অবস্থা আশঙ্কাজনক

গ্যাস পাইপের লিকেজ থেকে আগুনের সূত্রপাত