তার পরিবর্তে কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অধিদফতরের পরিচালক ( হাসপাতাল ও ক্লিনিক) ডা. আমিনুল হাসানকে। তিনি চলতি দায়িত্বের পাশাপাশি স্বাস্থ্য অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যাসিসটেন্স’ শীর্ষক প্রকল্পের পরিচালকের দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ২২ এপ্রিল স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) অধ্যাপক ডা. ইকবাল কবীরকে বর্ণিত প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগের আদেশটি বাতিল করা হলো।
কোভিড রেসপন্স ইমার্জেন্সি প্রকল্প থেকে ইকবাল কবীরকে প্রত্যাহার করা হয় ১৮ জুন। তাকে পরবর্তী পদায়নের জন্য প্রজ্ঞাপন জারি করা হয় ২২ জুন।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে অধ্যাপক ডা. ইকবাল কবীরের বিরুদ্ধে ওই প্রকল্পের আওতাধীন বিভিন্ন কেনাকাটায় দুর্নীতির অভিযোগ ওঠে।