‘স্যাটেলাইট ক্যানসার ক্লিনিক’ হচ্ছে জেলা-উপজেলা

অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান সমাজভিত্তিক ক্যানসার সেবা কেন্দ্র (কমিউনিটি অনকোলজি সেন্টার) অনকো-বাংলা নেটওয়ার্কের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে ‘স্যাটেলাইট কমিউনিটি অনকোলজি ক্লিনিক’ কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।

এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে কমিউনিটি অনকোলজি ফোরাম গঠন কিংবা স্থানীয় কোনও শিক্ষা কিংবা সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে ঢাকার লালমাটিয়ায় অবস্থিত কেন্দ্রের চিকিৎসক টিম ভিডিও কনফারেন্সের সহায়তায় ক্যানসার প্রতিরোধ, নির্ণয় ও চিকিৎসা পরামর্শ দেবেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইতিমধ্যে এ ধরনের পাঁচটি স্যাটেলাইট ক্লিনিক অনানুষ্ঠিকভাবে সেবা দিচ্ছে এবং কার্যকারিতা প্রমাণিত হয়েছে বলে জানান উদ্যোক্তারা। শেরপুর, ঝিনাইদহের কালিগঞ্জ, পঞ্চগড়ের বোদা, রাজশাহীর কাটাখালি ও টাঙ্গাইলের মির্জাপুরে এখন আনুষ্ঠানিকভাবে এসব কেন্দ্র কাজ শুরু করবে। সপ্তাহে একদিন এসব কেন্দ্রে একজন প্রশিক্ষিত চিকিৎসক কিংবা প্যারামেডিক ঢাকা কেন্দ্রের সঙ্গে সংযুক্ত হয়ে সেবা প্রদানে সহযোগিতা করবেন।

জেলা-উপজেলা পর্যায়ের আগ্রহী প্রতিষ্ঠান/ব্যক্তি যোগাযোগ করতে পারেন ০১৯৭৭-৫৯১৯০৭, ০১৭৮৯-৪৪৪-৭৬৭ ও ২২৩৩১০৬৫৫ নম্বরে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বিকাল ৫-৭টা দেশের যেকোনও প্রান্ত থেকে ক্যানসার প্রতিরোধ, নির্ণয় ও চিকিৎসা পরামর্শের জন্য ফোন করতে পারেন। ঢাকার লালমাটিয়া কেন্দ্রের কর্মরত চিকিৎসক প্রয়োজনে ভিডিওতে রোগীর সঙ্গে কথা বলে পরামর্শ দেবেন। প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের দিক নির্দেশনা জানানো হবে। এই সেবার জন্য প্রথমে ০১৭৮৯-৪৪৪-৭৬৭ ও ২২৩৩১০৬৫৫ নম্বরে কথা বলতে হবে।

এই কার্যক্রম সমন্বয় ও সার্বিক তত্ত্বাবধান করবেন ক্যানসার রোগ তত্ত্ববিদ ও জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের ক্যানসার এপিডেমিওলোজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার (রাসকিন)।