আজও নারীর মৃত্যু বেশি

করোনাতে আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে গত দুইদিন ধরে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯৪ জনের মধ্যে পুরুষ ৪৫ জন আর নারী ৪৯ জন। এর আগের দিন মারা যাওয়া ৮৯ জনের মধ্যে পুরুষ ৪১ জন আর নারী ছিলেন ৪৮ জন।

সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে টানা তৃতীয় দিনের মতো করোনাতে দৈনিক মৃত্যু একশ’র নিচে রয়েছে। যদিও গত ২৪ ঘণ্টায় তার আগের দুইদিনের তুলনায় মৃত্যু বেড়েছে। গত দুইদিন ধরে করোনাতে আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে পুরুষের তুলনায় নারীর মৃত্যু বেশি হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯৪ জনের মধ্যে নারী মৃত্যু বেশি। ৯৪ জনের মধ্যে পুরুষ ৪৫ জন আর নারী ৪৯ জন। গতকালও (২৯ আগস্ট) ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে নারী মৃত্যু বেশি ছিল। গতকাল মারা যাওয়া ৮৯ জনের মধ্যে পুরুষ ছিলেন ৪১ জন আর নারী ছিলেন ৪৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব মতে, দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৬ হাজার ৯৪৩ জন আর নারী নয় হাজার ১৬৬ জন।